বিজয় বার্তা ২৪ ডট কম
নাগরিক সমাজের পক্ষে বুধবার নাগরিক সমাজের প্রতিনিধি টিআইবি’র গবেষক সৈয়দ আবুল মকসুদ ও ঐক্য নেকের সভাপতি পংকজ ভট্টাচার্য রুপগঞ্জ জোবেদা টেক্সটাইলে বাতাস ঢুকিয়ে নিহত শিশু শ্রমিক সাগর বর্মনের পরিবারের সঙ্গে দেখা করেন।
এর পর বিকাল সাড়ে চারটায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সৈয়দ আবুল মকসুদ বলেন, আমরা নাগরিক সমাজের পক্ষে রুপগঞ্জ জোবেদা টেক্সটাইলে শিশু শ্রমিক সাগর বর্মনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করি । পরিবারটি কিযে মানবিকতার সাথে অনেক কষ্টে জীবন যাপন করে কেউ নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। কি একটি মানবিক ঘটনা ঘটলো পেটে বাতাস ঢুকিয়ে শিশুটিকে হত্যা করেছে। দুই বছর আগে যশোরে একটি শিশু শ্রমিককে এককই ভাবে হত্যা করা হয়, হত্যা করেছে সিলেটে শিশু রাজনকে আর কত শিশু হত্যার শিকার হবে। আমরা নাগরিক সমাজ মনে করি দেশের যে অমানবিক অবস্থা তার জন্য আইন শৃঙ্খলার অবনতির মূল কারণ। দেশে সংখ্যালঘু নির্যাতন ও হত্যার বিচার না । এই সাগর বর্মন কিন্তু সংখ্যালঘু একজন শিশু শ্রমিক । আমরা দেখেছি তাদের বসবাসের জায়গাটা তারা মূলত মৎস্যজীবী মাছ শিকার করাই তাদের পেশা আজ খাল বিল নদী নালা দখলকৃত এক শ্রেণীর অসাধু লোকজন তা দখল করে রেখেছে । তাই সাগর তার পরিবারের জীবিকা অর্জনের জন্য কাজ করত । ঐ কারখানায় ১২০০ মত শিশু শ্রমিক কাজ করতে । কারখানার মালিক বাংলাদেশ শ্রম আইন লঙ্ঘন করে ৮/১০/১২ বছরের শিশু শ্রমিক দিয়ে কাজ করতেন । আমরা নাগরিক সমাজের পক্ষে বলতে চাই শিশু সাগর হত্যাকারীদের অবিলম্বে দুত আইন এর মাধ্যমে হত্যাকারী ও মালিকের বিচারের ব্যবস্থা করতে হবে । যেহেতু এই ছেলেটি একটি শিশু শ্রমিক তার বয়স দশ বছর তার সম্পূর্ণ আইএলও অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে তার পরিবার কে । যদি সে ষাট বছর যাবত কাজ করে যে উপার্জন করত তাহলে তার বেতন পায় ৩০ লক্ষ টাকা হতো। এই ৩০ লক্ষ টাকা কারখানার মালিক সাগরের পরিবারকে দেওয়ার দাবী করছি আমরা নাগরিক সমাজের পক্ষে থেকে। এক তো দেশে জঙ্গীবাদ অন্য দিকে আবার মাথা নেড়ে উঠেছে শিশু নির্যাতন । আমরা মনে করি এই শিশু শ্রমিক নির্যাতন ও একটি জঙ্গীবাদ মূলত কাজ । এই শিশু হত্যা ও সন্ত্রাসবাদ , জঙ্গীবাদ রোধ করতে সকল শ্রেণীর মানুষ কে এগিয়ে আসতে হবে । আমাদের গন প্রতিবাদ, গনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের শান্তি ও শৃঙ্খলার তৈরি করতে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে বাংলাদেশের মানুষ এক কাতারে শামিল হতে হবে ।
এসময় উপস্থিত ছিলেন, প্রখ্যাত কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ, সন্ত্রাস নির্মূল তকী মঞ্চের আহ্বায়ক রাফিউর রাব্বী, সিপিবি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদ সমন্বয়ক নিখীল দাস , নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, নারায়ণগঞ্জ ওয়ার্কাস পার্টির সভাপতি হাফিজুল রহমান, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ছাত্র ইউনিয়ন মহিলা পরিষদ ও খেলাঘর বিভিন্ন শাখা আসরের কমী ও নেতৃবৃন্দ ।