বিজয় বার্তা ২৪ ডট কম
প্রয়াত এমপি নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমান এর পক্ষে জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এক মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।
রবিবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানব বন্ধন কর্মসূচি পালন করেন।
মানব বন্ধনে প্রয়াত নাসিম ওসমান স্মৃতি ফাউন্ডেশন এর সভাপতি তারেকুল হাসান লিমন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,জাতীয় শ্রমিক পার্টির নেতা আবুল খায়ের ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফর রহমান, মো. ইরান, রিপন সরদার, মামুন খান, নুর নবী, লিংকন, রাজা আহমেদ, নাছির উদ্দিন, জিকু আহমেদ, মোস্তফা ভান্ডারী, আওলাদ হোসেন বিপ্লব, আবু তাহের, রুহুল আমিন, শাহআলম, আবদুল কাদের ও নারায়ণগঞ্জের সবস্তরের জনগণ।
এ সময়ে বক্তব্যে বক্তারা বলেন, জঙ্গী ও সন্ত্রাসবাদের আস্তানা নারায়ণগঞ্জে রাখেবা না। এই সন্ত্রাস ও জঙ্গীবাদের সৃষ্টি হয়েছে ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানকে সহ পরিবারে হত্যা করার মধ্য দিয়ে। স্বাধীনতার বিপক্ষের শক্তিরা এই জঙ্গীবাদের মদদ দিচ্ছে। আল বদর, রাজাকার ও ইসলামের শত্রুরা এই সব কাজ করছে। দেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করছে এবং বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হচ্ছে তখনই এই সন্ত্রাস ও জঙ্গীবাদ গোষ্ঠী মাথা নেড়ে উঠেছে। তারা একের পর এক হামলা চালিয়ে মানুষ হত্যা করছে। জঙ্গী গোষ্ঠীরা শুলশান ও শোলাকিয়া ঈদগাহে মর্মান্তিক জঙ্গী হামলা চালায় ও বিশ জন মানুষকে হত্যা করেছে। এদেশের বড় বড় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রদের জঙ্গীবাদ বানিয়ে ইসলাম বিরোধী কার্যকলাপে লিপ্ত করে ইসলাম ধর্মকে ধ্বংস করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দেশের প্রতিটি পাড়া ও মহল্লায় সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী প্রতিরোধ কমিটি গঠন করতে নির্দেশ দেন। সেই নির্দেশ মোতাবেক আজ নারায়ণগঞ্জের প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী কমিটি গঠন করার লক্ষ্যে কাজ করছে। আমরা নারায়ণগঞ্জের জনগন সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোর কর্মসূচি পালন করবো ও জঙ্গীবাদে বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়াব ।