বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা বলেছেন,জঙ্গীবাদের মধ্য দিয়ে দেশে আন্তজার্তিক চক্রান্ত শুরু হয়েছে। একটি গোষ্ঠী জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন ধ্বংস করতে চায়। জননেত্রী শেখ হাসিনার মধ্যম আয়ের দেশ গড়ার অঙ্গীকারকে ধূলিসাৎ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার নীল নকশা চলছে। গণতন্ত্রের মানষকণ্যা শেখ হাসিনার নেতৃত্বে যে কোন মূলে এ দেশ থেকে জঙ্গীবাদ চিরতরে উৎখাত করতে হবে।
শুক্রবার রাত সাড়ে ৭টায় বন্দরে মদনগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশন মিলনায়তনে দেশব্যাপী জঙ্গী হামলা ও সন্ত্রাসের বিপক্ষে ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত কর্মীসভায় প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন সাহা আরো বলেন, দেশজুড়ে জঙ্গী হামলা কেবল আওয়ামীলীগের জন্য সমস্যা নয়,জঙ্গী হামলা গোটা দেশবাসীর জীবনের নিরাপত্তা সংশয় সৃষ্টি করেছে। এই জঙ্গীবাদ নির্মূলে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নিজেদের মধ্যে জনসচেতনতা বাড়াতে হবে। অভিভাবকদেরকে তাদের সন্তানদের প্রতি আরো দায়িত্ববান হতে হবে।
প্রবীণ আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আবদুল হক মাতবরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম চৌধূরী,যুগ্ম সম্পাদক জিএম আরমান,সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মাহমুদা মালা,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ূন কবীর মৃধা,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ আইয়ূব আলী,বন্দর থানা আওয়ামলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন,নারায়ণগঞ্জ শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হেসেন সাজনু,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর তথা মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি ইসরাত জাহান খান স্মৃতি,১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তথা আওয়ামীলীগ নেতা ফয়সাল মোহাম্মদ সাগর,নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল হোসেন,মুসাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান ভূইয়া,বন্দর থানা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট হাবিব আল মুজাহিদ পলু,বন্দর থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রফিয়ান আহমেদ,প্রবীণ আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আবদুল হক মাতবর,বন্দর থানা আওয়ামীলীগের কার্যকরি সদস্য জসিমউদ্দিন জসু,মহানগর যুবলীগ নেতা আনোয়ার জওদাদ শিশির ও বন্দর থানা ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ দেওয়ান সিয়াপ। সোনাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আলমগীর হোসেন(এমএসসি)’র সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হোসনে আরা বেগম,সোনাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম কাইয়ূম,মদনগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,যুবলীগ নেতা মহসিন জালাল মনি,ওয়াদুদ হোসেন টিটু,আমরা মুক্তিযোদ্ধার সন্তান বন্দর উপজেলা শাখার আহবায়ক শেখ কামাল হোসেন,কেন্দ্রীয়,চলচ্চিত্রলীগ নেতা দেলোয়ার হোসেন মদিল,বন্দর উপজেলা যুবলীগ নেতা মনিরুজ্জামান খোকন, শোয়েব মোহাম্মদ লিটন,হাজী ইব্রাহিম মডেল স্কুল এন্ড কলেজ গভর্ণিং বিিড’র সদস্য রবিউল আউয়াল রবি,স্বেচ্ছাসেবকলীগ নেতা জসিম খন্দকার,খোকন আহমেদ,রফিকুল ইসলাম চান্দু,জোসেফ খান প্রমুখ।