বিজয় বার্তা ২৪ ডট কম
জঙ্গিবাদের নাম করে সরকার গ্রামের মানুষকে হয়রানি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সদর উপজেলা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে মির্জা ফখরুল এই অভিযোগ করেন।এ সময় বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মির্জা আলমগীর বলেন, এই সরকার জনগণের ওপর কতগুলো ব্যবস্থা চাপিয়ে দিচ্ছে, যা জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে মিলছে না। তাদের বিরুদ্ধে জঙ্গি মামলা দিচ্ছে।
তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারী সরকার অনেকবার এসেছে, কিন্তু একটা সময়ে তারা পরাজিত হয়। এ দেশের মানুষ কখনোই অগণতান্ত্রিক ব্যবস্থা মেনে নেয়নি। এবারো জনগণের সম্মিলিত শক্তির মধ্য দিয়ে এই অপশক্তি পরাজিত হবে।