বিজয় বার্তা ২৪ ডট কম
দেশে জঙ্গি হামলার মূল হোতা বা মাস্টারমাইন্ড-এর দলে জিয়া ও কানাডা প্রবাসী তামিম ছাড়াও আরো আছে। তাদেরকে আমরা চিহ্নিত করেছি। কয়েকজন অন্তরীণ আছেন, বাকিদের শিগগিরই আটক করা হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন। আওয়ামী শিল্পী গোষ্ঠী এ আলোচনা সভার আয়োজন করে।
তিনি বলেন, ‘মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ও জঙ্গি নির্মূলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে। গোয়েন্দারা সবকিছুর খোঁজ রাখছেন।’
তিনি বলেছেন, সস্প্রতি দেশে জঙ্গি যারা হামলা করেছে, তারা আগে ছিল শিবির। এরপর তারা জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, হারকাতুল জিহাদ বা হুজির সদস্য। এদের অর্থদাতা এক এবং অভিন্ন।
তিনি বলেন, ‘যারা জঙ্গি হামলা করেছে তারা অমানুষ। ইসলাম ধর্ম রক্ষার নাম করে রমজান মাসে যারা মানুষের গলা কেটে হত্যা করতে পারে তারা মানুষ হতে পারে না। হুর- পরীর নেশায় তারা উন্মাদ হয়ে গেছে।’
তিনি বলেন, ‘আমি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত খুঁজে দেখেছি। কিন্তু দেশের কোথাও আইএস নামক কোন সংগঠনের নাম খুঁজে পাইনি। এইএস আছে, সেই ধোঁয়া তোলা হয়।’
আওয়ামী লীগের প্রাক্তন সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সালাউদ্দীন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জি এম হামিদ।