বিজয় বার্তা ২৪ ডট কম
“শেখ হাসিনার নির্দেশ জঙ্গিমুক্ত বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে রাজধানীতে জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিরোধে বিক্ষোভ সবাবেশ ও মিছিল করেছে ডেমরা থানা আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ষ্টাফ কোয়ার্টার এলাকায় ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগ এ কর্মসূচীর আয়োজন করে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি (সাংসদপুত্র ঢাকা-৫) মাহফুজুর রহমান মোল্লা শ্যামল। সমাবেশে সংহতি প্রকাশ করেন জঙ্গি প্রতিরোধ সাংবাদিক সমাজের প্রধান উপদেষ্টা শিক্ষাবিদ আবু ইউসুফ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া।
এ সময় উপস্থিত ছিলেন ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাবিবুর রহমান হাবু, সাধারণ সম্পাদক আবুল বাশার, ডেমরা ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক সালাউদ্দিন, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন মোল্লা, কৌশিক আহমদ জসিম, হাবিবুর রহমান হাসু, শ্রমিকলীগ নেতা শহিদুল ইসলাম শহিদসহ এলাকার সকল শ্রেণী পেশার মানুষ। মিছিলটি ডেমরার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে চৌরাস্তা শহিদ মিনার প্রাঙ্গনে সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, দেশের এ সংকটময় পরিস্থিতিতে ডেমরা থানা আওয়ামী লীগ ও সহযোগী অংগসংগঠন চুপ করে ঘরে বসে থাকবেনা। প্রয়োজনে জঙ্গিবাদ-সন্ত্রাস ও নৈরাজ্যে প্রতিরোধে নেতাকর্মীরা লাঠিহাতে ২৪ ঘন্টা রাজপথে পাহারা দিবে।
এ সময় বিক্ষোভ সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন, আওয়ামী ওলামলীগ যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন। এদিকে জঙ্গিবাদ নিপাত যাক, দেশবাসি শান্তি পাক স্লোগানে বিক্ষোভ মিছিল করেছে কেন্দ্রীয় আওয়ামী ওলামালীগ। এতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মাওলানা ইলিয়াস হুসাইন বিন হেলালি ও সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা রিয়াজ বিন হেলালি।