বিজয় বার্তা ২৪ ডট কম
জঙ্গিবাদ, সন্ত্রাসবাদসহ দেশের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে বিএনপিকে জনমত গঠনের পরামর্শ দিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিক ও বুদ্ধিজীবী, পেশাজীবী নেতৃবৃন্দ।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে মতবিনিময়কালে তারা এই পরামর্শ দেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই মতবিনিময় হয়। পৌনে দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে বেগম জিয়া বিশিষ্টজনদের মতামত মনোযোগ দিয়ে শোনেন।
মতবিনিময় অনুষ্ঠানে বিশিষ্টজন ও পেশাজীবী এবং বুদ্ধিজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল-হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. খন্দকার মোস্তাহিদুর রহমান, অধ্যাপক ড. সদরুল আমিন, পেশাজীবী নেতা শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, এম আব্দুল্লাহ, জাহাঙ্গীর আলম প্রধান, প্রকৌশলী আ ন হ আকতার হোসেন, এ এসএম আব্দুল হালিম, ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।
বৈঠক সূত্র জানিয়েছে, বিএনপি নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে খালেদা জিয়া দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিশিষ্টজনদের কাছে মতামত জানতে চান। এসময় বিশিষ্টজনেরা তাদের নিজ নিজ মতামত তুলে ধরেন। বেগম জিয়া বিশিষ্টজনদের মতামত মনোযোগ দিয়ে শোনেন।