বিজয় বার্তা২৪ ডটকমঃ
ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে ঘিরে রাখা সন্দেহভাজন দুটি জঙ্গি আস্তানার একটির পাশের বাঁশবাগান থেকে দুটি সুইসাইডাল ভেস্ট (বোমাসহ কোমরে বাঁধার জন্য বেল্ট) উদ্ধার করেছে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে খুলনা থেকে আসা র্যাবের বোম ডিসপোজাল ইউনিট সদস্যরা এগুলো উদ্ধার করে।র্যাবের এএসপি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্দেহভাজন জঙ্গি প্রান্তর বাড়ির বাঁশবাগান থেকে সুইসাইডাল ভেস্ট দুটি উদ্ধার করা হয়েছে। সুইসাইডাল ভেস্ট দুটি সক্রিয় বলে জানান তিনি।মাটির নিচে বিপুল বিস্ফোরক আছে এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে চুয়াডাঙ্গা গ্রামের দুটি বাড়ি ঘিরে ফেলে র্যাব ও পুলিশ। বাড়ি দুটির একটির মালিক সেলিম। তিনি গত ৭ মে ঝিনাইদহের মহেশপুরের বজরাপুরের জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত জঙ্গি তুহিনের ভাই। অপর বাড়ির মালিকের নাম প্রান্ত। তিনি সেলিমের চাচাতো ভাই।
ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, ঘিরে রাখা কাঁচাপাকা বাড়ি দুটিতে অভিযান চালানোর সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। বিস্ফোরকদ্রব্য উদ্ধারের জন্য র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল খুলনা থেকে রওনা হয়েছে। তারা আসার পর মূল অভিযান শুরু হবে। তবে বাড়ি দুটি জঙ্গি আছে কি না, সে বিষয়ে কিছু বলেননি তিনি।