বিজয় বার্তা ২৪ ডট কম
আড়াইহাজার পৌরসভায় জঙ্গিবাদ, সন্ত্রাস নির্মূল ও নাশকতার বিরুদ্ধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ন্যায় আড়াইহাজার পৌরসভার উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টার দিকে পৌরসভার সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে পৌর মেয়র আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে পৌরসভার হল রুমে জঙ্গিবাদ, সন্ত্রাস নির্মূল ও নাশকতার বিরুদ্ধে আলোচনা সভা হয়।
এ সময় জঙ্গিবাদ নির্মূলে বিভন্ন বিষয় আলোচনা করেন- প্রাণি সম্পদ কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার কাজী ওয়াজউদ্দিন মিয়া, হারুন উর রশিদ, নুরুল ইসলাম, ফরিদ পাশা, মোজাম্মেল হক জুয়েল, নাঈম মোল্লা, আমির হোসেন, আঃ বাতেন, আবুল মেম্বার, এছাহাক মিয়া, হাসেম, কুদ্দুস মিয়াসহ আড়াইহাজার পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সকল কাউন্সিলর এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।