বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থান এখনো জঙ্গিবাদের পক্ষে বলে মন্তব্য করেছেন ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক ফ্রন্টের (এনডিএফ) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এনডিএফ) আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
শওকত হোসেন বলেন, ‘তিনি (খালেদা জিয়া) সরকার উৎখাতের ডাক দিয়েছেন, আবার বলছেন জঙ্গিবাদও উৎখাত করবেন। আবার বলছেন, এ সরকার থাকলে জঙ্গিবাদ বাড়বে। তার সব কথা এলোমেলো। খালেদার সব কথার অর্থ দাঁড়ায়, যারা জঙ্গিবাদ করছে তারা অপরাধ করছে না। এর মাধ্যমে তো তিনি (খালেদা জিয়া) পরোক্ষভাবে জঙ্গিবাদকেই সমর্থন করছেন’।
তিনি জানান, জাতীয় ঐক্য গড়ে তুলতে জামায়াত ছাড়া সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করা হবে। ঐক্যের মাধ্যমে অশুভ শক্তিকে প্রতিহত করা হবে।
বাংলাদেশের সবচেয়ে বড় দাতা দেশ জাপান ও ইতালির নাগরিকদের হত্যা করে দেশে উন্নয়নে বাধা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন শওকত হোসেন।
জঙ্গিবাদের বিরুদ্ধে ২৭ আগস্ট সারা দেশে একসঙ্গে গণ অনশন কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।
মানববন্ধনে এনডিএফ মহাসচিব ও এনডিপির চেয়ারম্যান আলমগীর মজুমদার, বাংলাদেশ ইসলামিক পার্টির এমএ রশীদ প্রধান, ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মমতাজ চৌধুরী, তৃণমূল ন্যাপের চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিশ প্রমুখ বক্তব্য রাখেন।