বিজয় বার্তা ২৪ ডট কম
জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘জঙ্গিদের নিয়ে মায়াকান্না করে লাভ হবে না। এদেশে জঙ্গিদের কোনো স্থান নেই।’
বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর ভবনে ১৫ আগস্টের শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এ সভার আয়োজন করে।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, যারা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবেই। কোনো দেশের অনুকম্পায় দেশ স্বাধীন করি নাই। এখানে জঙ্গিদের নিয়ে মায়া কান্না করে লাভ হবে না। এদেশে জঙ্গিদের কোনো স্থান নেই।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ এগিয়ে যাবে।