বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ছালেহনগর পঞ্চায়েত কমিটির সভাপতি আলী রেজা রজ্জবসহ স্থানীয় যুবকদের সঙ্গে নিয়ে গনসংযোগ করেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী খোরশেদ আলম। গতকাল সকাল ১১টায় ছালেনগর ও বাড়ইপারা এলাকায় ভোটারদের নিকট তিনি ভোট প্রার্থনা করেন। ভোট প্রার্থনাকালে তিনি বলেন,আমি আপনাদের ম্যান্ডেট পেলে ছালেহনগর এলাকায় প্রথমেই মাদক নির্মূল করব। কেননা,মাদক বর্তমানে ভূ-কম্পের চেয়ে মারাত্বক ব্যাধি। ভূ-কম্প সৃষ্টি হলে তো সাময়িক ক্ষতি হয়। কিন্তু মাদক ধীরে ধীরে ভয়াল আকার ধারন করবে। মাদক চলমান ক্ষতির এমন এক ব্যাধি যা একটি পরিবারকে ধ্বংস করে দেয়। আপনারা আপনাদের সন্তানকে খেলাধুলায় উৎসাহিত করবেন যাতে মাদকের ভয়াল ছোবল গ্রাস করতে না পারে। এ সময় তার সঙ্গে অংশ নেয় মোজাফ্ফর মিয়া,স্থানীয় সমাজসেবক হেলাল উদ্দিন হেলা,মোঃ ফারুক সরকার,মোঃ সুজন,মোঃ কবির,নয়ন,মোঃ রুবেল,মোঃ মাসুদ,মোঃ নেপাল,মোঃ দিপু,স্বপন ভান্ডারী,শেখ শামীম প্রমুখ।