বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের মেধাবী ছাত্রদল নেতা রাসেল মাহমুদ। ছাত্র দলের রাজনীতির সাথে নিজেকে জড়িত রাখলেও দলের স্বার্থে প্রতিটি কর্মসূচিতে তার কর্মী বাহিনী নিয়ে অংশ নেয়ার কারণে জেলা বিএনপি ও অংগ সংগঠনের প্রতিটি নেতার কাছে তিনি প্রিয় পাত্র হয়ে উঠেছেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশ নেয়ার কারণে কয়েকটি মামলার আসামী হয়েছেন তিনি। তবুও ছাত্র দলের রাজনীতি থেকে সরে দাঁড়ায়নি রাসেল মাহমুদ। শুধু রাজনীতির মাধ্যমেই সীমাবদ্ধ নয়, সামাজিক ভাবেও তার ব্যাপক গ্রহণ যোগ্যতা রয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মিশে এলাকার উন্নয়নে কাজ করে চলেছেন তিনি। এক প্রশ্নের উত্তরে জেলা ছাত্রদল নেতা রাসেল মাহমুদ জানান, রাজনীতি হচ্ছে মানুষের সেবা করার জন্য। আমাদের দল ক্ষমতায় নেই। তারপরও যতটুকু সম্ভব নিজে থেকে এলাকার উন্নয়ে কাজ করছি। দল ক্ষমতায় থাকলে আরো বেশি কাজ করতে পারবো। আমি শহীদ জিয়ার আদর্শ সৈনিক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতিশীল নেতৃত্বের প্রতি আস্থাশীল। ওয়ান ইলেভেন সরকারের আমল থেকে জেলা ছাত্রদলের রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে রেখেছি। যদি কেউ ভালো নেতা হতে চায়, তাহলে আগে কর্মীদের মূল্যায়ন করতে হবে। আমি কর্মীদের মূল্যায়ন করি। তাদের সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করি। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে গিয়ে ছাত্র দলের বেশ কয়েকজন কর্মী ক্ষমতাসীন দলের ক্যাডারদের হামলার শিকার হয়েছিল। আমি সেসময় তাদের পাশে ছিলাম। ছাত্র দলের প্রতিটি কর্মীকে আমি আমার পরিবারের মানুষ হিসাবে মনে করি। বর্তমান জেলা বিএনপির কমিটিতে যারা দায়িত্বে রয়েছেন, তারা যদি আমার বিগত দিনের রাজনৈতিক কর্মকান্ড মুল্যায়ন করে, তাহলে তারা আমাকে অবশ্যই জেলা ছাত্র দলের কমিটিতে ভালো অবস্থানে রাখবেন।