বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা প্রদানের প্রতিবাদে জেলা ছাত্র দল নেতা আরিফুর রহমান মানিক এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে।
বৃহষ্পতিবার বিকেলে ফতুল্লায় লিংক রোডস্থ মাহমুদ পুর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সাইনবোর্ড এলাকা এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আরিফুর রহমান মানিক বলেন, বর্তমান সরকার জিয়া পরিবারকে রাজনীতি থেকে চিরতরে সড়িয়ে দেওয়ার জন্য বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়াম্যান তারুণ্যের প্রতিক তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এই সরকার তারেক রহমানকে ভয় পায় । তাই বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাকে দেশে আসতে দিচ্ছে না। আমরা বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিকেরা বেঁচে থাকতে এই সরকারের নিল নকশা বাস্তবায়ন হতে দিবো না।
তিনি আরো বলেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের জোর দাবী জানাচ্ছি।
এসময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার সাঈদ রেজা খান, মাসুম শেখ, মো. মামুন, মো. নিলয়, মো. বাবু, আরিফ, ফারুক, শওকত, শাকিল ও পিয়েল।