বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
এক ব্যক্তির সাথে চিত্র নায়িকা পরীমনির ছবি পোস্ট করে লেখা হয়েছে ‘স্বামীর সাথে পরীমনি’। এ নিয়ে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনা সমালোচনা তুঙ্গে।
বিষয়টি নিয়ে পরীমনি বলেন, এই খবরটি আমি প্রথমে গণমাধ্যম কর্মীদের কাছ থেকেই শুনেছি। আমি খুবই বিরক্ত যে, এ নিয়ে আমার সাথে যোগাযোগ না করে অনেকেই মুখরোচক খবর প্রকাশ করছেন। গত শুক্রবার মুক্তি পেয়েছে আমার ছবি পুড়ে যায় মন। ছবিটির সাফল্যে ইর্ষান্বিত হয়ে একটি মহল আমাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে।
তিনি বলেন, যার সাথে আমার ছবি প্রকাশ করা হয়েছে, তিনি আমার কাজিন। তার স্ত্রীও রয়েছেন। এ ধরনের খবর উনিও জানেন না।
পরী আরো বলেন, ছোটবেলা থেকে তাকে দেখে এসেছি। তার সাথে ছবি তুলতেই পারি। তার মানে এই নয় যে, তার সাথে আমার অন্য কোনো সর্ম্পক রয়েছে। ছবি তুললেই আমার জামাই হবে এটা কেমন কথা? কতজনের সাথেই তো ছবি তুলি, তারা সবাই কী আমার জামাই? কী এমন ছবি যে জামাই মনে হবে।
পরী বলেন, যে বা যারা আমার ক্ষতি করবেন বলে এসব করছেন তাদের বলছি, এতে আমার কোনো ক্ষতি হবে না বরং আপনাদের মূল্যবান সময় নষ্ট হবে।
উল্লেখ, আজ রবিবার সকালে, অনিক আব্রাহাম নামে একটি ফেসবুক আইডি থেকে পরীমনির কিছু ছবি পোষ্ট করা হয়। অনিক দাবি করেন, পরী তার বন্ধু ইসমাইলের স্ত্রী। তিনি ছবিগুলো শেয়ার করে লিখেছেন, আমার বন্ধু ইসমাইল আর তার স্ত্রী স্মৃতিমনি। যে আজ বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। এক সময় ভোলা সদরেই থাকত তার জামাই বাড়িতে। তারপর তার নেশা গেল অর্থ আর লোভ লালসার দিকে। যার জন্য আমার সহজ সরল বন্ধুকে ত্যাগ করতেও দ্বিধাবোধ করল না। যাই হোক ছবিগুলো দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেল। তাই সবার সাথে একটু শেয়ার করলাম।