বিজয় বার্তা২৪ ডটকমঃ
আজ চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। শুরুটা ভালো করলে নিজেদের দিনে যেকোন দলের বিপক্ষে জয় সম্ভব বলে মনে করেন টাইগার দলপতি মাশরাফি বিন মতুর্জা। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায়।
এখন পর্যন্ত মুখোমুখি ১৯ দেখায় মাত্র ৪ জয় বাংলাদেশের। তবে, আইসিসি’র সবশেষ দুই ইভেন্টেই ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। গেলো কয়েকটা বছর সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে টাইগাররা। তবে, প্রস্তুতি ম্যাচগুলোর বাজে পারফরম্যান্সে কিছুটা হতাশ মাশরাফিরা। বিশেষ করে ভারতের বিপক্ষে চরম ব্যাটিং ব্যর্থতা, ভাবিয়ে তুলেছে হাথুরুসিংহের দলকে।
এদিকে, ২০১৫ বিশ্বকাপের পর থেকে অনেকটাই বদলে যাওয়া দল ইংল্যান্ড। বেন স্টোকস, ক্রিস ওকস, মইন আলিরা আছেন দারুণ ছন্দে। আর বাংলাদেশ সফরে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের সুখস্মৃতি থেকে অনুপ্রেরণা খুঁজছেন ইংলিশ অধিনায়ক মরগান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সদ্যই সিরিজ জিতেছে তারা। তবে, শেষ ম্যাচের ব্যাটিং বিপর্যয় ভাবিয়ে তুলেছে তাদেরও।