খেলাধূলাডেস্ক,বিজয় বার্তা ২৪
ম্যাচ শুরুর আগেই একটা ধাক্কা খেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। মাঠে আসার পথে ইউনাইটেডের টিম বাসে হামলা করে বসে ওয়েস্ট হামের কিছু উগ্র সমর্থক। সেটাই প্রভাবই কি তবে ওয়েইন রুনিদের মাঠের পারফরম্যান্সেও পড়ল?
মঙ্গলবার প্রিমিয়ার লিগে ওয়েস্ট হামের মাঠে ৩-২ গোলে হেরে যে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্নটাও ফিকে হয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেডের।
লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটি, টটেনহাম, আর্সেনাল- পয়েন্ট তালিকার শীর্ষ তিন দল এরই মধ্যে সরাসরি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলার টিকিট পেয়ে গেছে। চতুর্থ স্থানের দলটিকে ইউরোপ সেরার মঞ্চে আসতে হবে প্লে-অফ খেলে।
সেই চতুর্থ স্থানটির জন্য এখন লড়াইটা হবে দুই নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে। এক ম্যাচ বাকি থাকতে ৬৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ইউনাইটেড। ৬৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সিটি।
চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ খেলতে হলে শেষ রাউন্ডে বোর্নমাউথকে ইউনাইটেডের অবশ্যই হারাতে হবে। সেই সঙ্গে তাদের প্রার্থনাও করতে হবে যেন সোয়ানসি সিটির কাছে সিটি হেরে যায়।
মঙ্গলবার মাঠে আসার পথে ইউনাইটেড দলের বাস স্বাগতিক সমর্থকদের হামলার পর পুলিশি নিরাপত্তায় মাঠে পৌঁছান রুনি-মাতারা। এ কারণে ম্যাচটিও ৪৫ মিনিট দেরিতে শুরু হয়।
লন্ডনে উপটন পার্কের বোলেইন গ্রাউন্ডে ১১২ বছরের রাজত্ব ছেড়ে আগামী মৌসুম থেকে অলিম্পিক স্টেডিয়াম হবে ওয়েস্ট হামের ঘরের মাঠ। চেনা মাঠে বিদায়ী ম্যাচে শুরুটা দুর্দান্তই হয় ওয়েস্ট হামের।
ম্যাচের দশম মিনিটেই দিয়াফ্রা সাকোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে অবশ্য আর কোনো গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচ নাটকীয়তায় রূপ নেয়।
৫১ মিনিটে আন্থনি মার্শিয়াল ইউনাইটেডকে ১-১ সমতায় ফেরান। ৭১ মিনিটে মার্শিয়ালের দ্বিতীয় গোলে ২-১ ব্যবধানে এগিয়েও যায় ইউনাইটেড। কিন্তু কে জানত খানিক বাদেই ‘রেড ডেভিল’রা দুই গোল হজম করবে!
ম্যাচের ৭৬ থেকে ৮০, চার মিনিটের মধ্যে দুই গোল করে বসে স্বাগতিকরা। প্রথমে মিখাইল অ্যান্টোনিও স্বাগতিকদের সমতায় ফেরানোর পর উইন্সটন রেইড দলকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি অতিথিরা।