বিজয় বার্তা২৪ ডটকমঃ
ত্রিদেশীয় সিরিজে মুস্তাফিজুর রহমান দিয়েছেন ছন্দে ফেরার আভাস চ্যাম্পিয়নস ট্রফিতেও বাংলাদেশের ভরসার জায়গায় তার নাম। অন্যদিকে বেন স্টোকসের দারুণ ফর্ম আত্মবিশ্বাস যোগাচ্ছে স্বাগতিকদের। ম্যাচে থাকতে হলে ইংলিশ অলরাউন্ডারকে দ্রুতই ফেরাতে হবে টাইগারদের।
চ্যাম্পিয়নস ট্রফির প্রথম দিনেই লড়াই বাঘ-সিংহের। ছন্দে থাকা ইংল্যান্ডের সামনে কিছুটা মলিন, প্রস্তুতি ম্যাচে ধরাশায়ী বাংলাদেশ। কিন্তু পুরো নিশ্চিন্ত নয় উন্মত্ত থ্রি লায়ন্স শিবির, অস্বস্তিটা টাইগারদের মুস্তাফিজ।
ট্রাইনেশন সিরিজে ৭ উইকেট নিয়ে মুস্তাফিজ দিয়েছেন ছন্দের আভাস। তবে টিপিক্যাল ইংলিশ উইকেট ঠিক কতটা কামড়ে ধরবে তার কাটারগুলো- তা নিয়ে কিছুটা সংশয় আছে।
সংশয় কাটানোর কিছু রসদ অবশ্য আছে দ্যা ফিজের কাছে। চোটে পড়ার আগে সাসেক্সের হয়ে দুটি কাউন্টি ম্যাচ খেলেছিলেন সে দুই ম্যাচের অভিজ্ঞতা হাওয়া দিচ্ছে টাইগারদের থ্রি লায়ন্স বধের স্বপ্নে।
বার্মিংহাম-ওভালের সিমিং কন্ডিশন রোমাঞ্চ জাগায় পেসারদের তুলনায় ব্যাটসম্যানদের চ্যালেঞ্জটা মুভমেন্ট সামলানোর। চিরায়ত ইংলিশ কন্ডিশনে কদরটা বরাবরই পেইস বোলিং অলরাউন্ডারের। সে জায়গাতে কিছুটা পিছিয়ে বাংলাদেশ, এক বেন স্টোকসেই গড়ে উঠেছে পার্থক্য।
স্বাগতিকদের আত্মবিশ্বাস আরও বেড়ে যাচ্ছে স্টোকসের সাম্প্রতিক ফর্মে। তার পেছনে ঢালা, রেকর্ড ১৪৫ মিলিয়ন রুপির পুরোটাই মাঠে উসুল হয়ে গেছে ফ্র্যাঞ্চাইজি পুনে সুপারজায়ান্টের। সাউদাম্পটনে সবশেষ ওডিআইতে তার ১২৭ স্ট্রাইক রেইটে করা ১০১ রানের ইনিংসে আরও বাড়ছে আতংক।
মিশনে টাইগারদের প্রথম ম্যাচ রীতিমত দুরহ দেখাচ্ছে স্টোকসের দুরন্ত ফর্মে। সবশেষ হোম সিরিজে মিরাজদের বীরত্বে সামলানো গিয়েছিল স্টোকস ঝড় স্যালুট ঠুকে তাকে বিদায় জানিয়েছিলেন সাকিবরা। এবার স্টোকসের ঘরের মাঠে তার পাল্টা কুর্নিশ সামলানোর চ্যালেঞ্জ টাইগারদের সামনে।