বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের দেউলি চৌরাপাড়া এলাকায় দাবিকৃত চাঁদা না পেয়ে এসিআই কোম্পানীতে হামলা ভাংচুরসহ ঠিকাদারের ম্যানেজার লিটন চন্দ্র দাস (৩৪) কে পিটিয়েছে সন্ত্রাসী আবু ও সুমন গং। রোববার বিকেলে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করলে চাঁদাবাজদের গ্রেফতার করতে পারেনি। স্থানীয় সূত্র জানায়,দেউলি চৌরাপাড়া এলাকার পচা জহিরুউদ্দিনের ছেলে আবু,সালাউদ্দিন কন্ট্রাক্টরের ছেলে সুমন ওই এলাকার বেসরকারি প্রতিষ্ঠান এসি আই কোম্পানীর ঠিকাদার টিটুর কাছে হিন্দু কন্ট্রাক্টর টিটু দীর্ঘ দিন ধরে চাঁদা দাবি করে আসছিল। টিটু সন্ত্রাসীদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী আবু ও সুমন রোববার বিকেল ৫টায় জোরপূর্বক এসিআই কোম্পানীর ভিতরে ঢুকে হামলা ভাংচুর তান্ডব চালায়। এ সময় ঠিকাদার টিটুর ম্যানেজার লিটন বাধা দিলে সন্ত্রাসীরা তাকে বেদম পিটিয়ে আহত করে।