বিজয় বার্তা ২৪ ডট কম
সদ্য উপমন্ত্রীর মর্যাদা প্রাপ্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি কোন অন্য জগতের মানুষ নই,আমি আপনাদের মতোই রক্তে মাংসে গড়া মানুষ। আমার জন্য কোন মঞ্চ করা হলে আমি বেশি অসন্তষ্ট হই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অনেক বড় এলাকা ৫বছরে এর সব শেষ করা সম্ভব নয়। তবে ভবিষ্যতে আল্লাহ যদি আমাকে কামিয়াব করে আপনারা যদি আপনাদের সমর্থন দেন এই চেয়ারের মালিক আল্লাহ, আল্লাহ যদি দেয় তখন হয়তো আমি আসলে করে দিব ইনশাল্লাহ। আর না থাকলে হয়তো তখন অন্য কেউ এসে করবে কাজ থেমে থাকবেনা এটা একটা চলমান প্রক্রিয়া। যে আসুকনা কেনো যেসই কাজ করতে বাধ্য। হয়তো একেকজনের দৃষ্টিভঙ্গি আলাদা। আমি যেমন আপনাদের কথা শুনে আপনাদের চাহিদা মতো কাজ করি আর অন্য কেউ তাদের চিন্তা ধারায় কাজ করবে এটা যার যার আলাদা চিন্তা-চেতনা।
বৃহস্পতিবার সকাল ১০টায় বন্দরের ২৫ নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষণখোলা এলাকায় বাইতুল আমিন জামে মসজিদ নির্মাণ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র আইভী আরো বলেন,আমি চেষ্টা করেছি সব সময় নারায়ণগঞ্জের মানুষের কথা চিন্তা করে এলাকাবাসীর কথা প্রাধাণ্য দিয়ে সেটা সর্বাদাই চলবে। আমি একটা কথাই বলবো বিগত দিনে আপনারা দেখেছেন আমার কোন বাহিনী নাই আমি কোন অত্যাচারও করি নাই জুলুমও করি নাই কারো সাথে আমার কোন ধরনের লেন দেনও নাই দেনা পাওনাও নাই। আর আমি ওই চেয়ার আল্লাহ প্রদত্ত চেয়ার মনে করে ওইখানে বসে কাজ করেছি। যদিও আমি আওয়ামীলীগের একজন সাধারণ কর্মী। আমার বাবা আমার চৌদ্দগোষ্ঠী এই দল করতো। আমার ডিডি আইডেন্টিফিকেশন আমি একটা দল করি । আমি একটা দলের সাপোর্টার,দল করি সক্রিয়ভাবে। কিন্তু আমি যখন ঐ চেয়ারে বসেছি আমি ওই চেয়ারের মর্যাদা রক্ষা করে দলমতের উর্দ্ধে উঠে মানুষের সেবা করেছি। ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২৫,২৬ ও ২৭ নং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর শাহী ইফাত জাহান মায়া ও বীরমুক্তিযোদ্ধা মোঃ খোরশেদ আলম আমলেক। শ্যামল কুমার দাসের সঞ্চালনায় এ সময় অন্যানন্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগগঞ্জ সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার মোঃ সিরাজী,মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী’র পিএস আলহাজ্ব মোঃ আবু সুফিয়ান মোঃ হিমেল খানসহ এলাকার গণ্যামান্য ব্যাক্তিবর্গ। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি মোঃ আবুল কাশেম। পরিশেষে মেয়র নব-নর্মিত সিটি কর্পোরেশনের আরবান প্রজেক্টের অধীনে নির্মিত হাসপাতাল ও সৌন্দর্যবর্ধিত ঈদগাহ্ বিভিন্ন রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শণসহ বৃক্ষরোপনও করেন।