বিজয় বার্তা ২৪ ডট কম
সোমবার রাতে মুন্সিগঞ্জ থেকে গোপন সংবাদের ভিত্তিতে চোরাই মোটর সাইকেল চক্রের তিন সদস্যকে আটক করেছে সদর খানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি চোরা্ই মোটর সাইকেল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ি এলাকার নূর শেখের ছেলে কিরণ (২০), উত্তর পাইকপাড়া সোহেল শেখের ছেলে মো: হৃদয় (২০), দক্ষিন পাইকপাড়া আবুল হোসেনের ছেলে মামুন এবং পটুয়াখালীর মাছুয়াবাড়ী এলাকার শাহাজানের ছেলে হুমায়েন (২১)।
সদর মডেল থানার সেকেন্ড অফিসার মো. শফিকুর রহমান সাগর জানান, জনগনের সহযোগীতায় আমরা সদর থানা পুলিশ মোটর সাইকেল চোরদের আটক করি। এসময় তাদের কাছ থেকে ৩টি চোরাই মোটর সাইকেল ও তাদের ব্যবহৃত দুইটি মাষ্টার চাবীও উদ্ধার করি।
আটককৃতদের তথ্যের ভিত্তিতে তাদের প্রায় পুরো গ্যাংদের মুন্সিগঞ্জ থেকে আটক করতে আমরা সক্ষম হই। কিন্তু তাদের কাছে জানা যায় তাদের মত অনেক গুলো সিন্ডিকেট এই ধরনের কাজ করে। মোটর সাইকেল চোরদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, সদর মডেল থানার এক পুলিশ কর্মকর্তার মোটর সাইকেল চুরির দায়ে ইসরাফিল নামে এক চোরকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তার তথ্যের ভিত্তিতে চোর চক্রের আরো তিন সদস্যকে চোরাই মোটর সাইকেল সহ আটক করা হয়।