বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজলের সুস্থতা কামনা
করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে চেম্বার অব কমার্সের ডিরেক্টর অয়ন ওসমান।
রবিবার (৮জানুয়ারী) বাদ এশা শহরের চাষাঢ়া বাগে জান্নাত মাদ্রাসা ও এতিমখানায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে অসুস্থ খালেদ হায়দার খান কাজলের সুস্থতা কামনা সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নারাযণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, অয়ন ওসমান সহ তাদের পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
প্রসঙ্গত, দীর্ঘদিন যাবৎ কিডনী সমস্যায় ভুগছিলেন চেম্বার সভাপতি খালেদ হায়দার খান কাজল। উন্নত চিকিৎসার জন্য স্বপরিবারে ভারতের দিল্লী অবস্থান করছেন।