বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। নানা কারণেই আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। এবার চুম্বন দৃশ্যে দেখা গেল এ অভিনেত্রীকে।
ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে পরীমনি অভিনীত ‘রক্ত’ সিনেমাটি। সম্প্রতি এই সিনেমার টিজার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। প্রকাশিত টিজারটি অ্যাকশন এবং রোমান্সে ভরপুর। এর একটি দৃশ্যে নবাগত চিত্রনায়ক রোশনের সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখা যায় পরীমনিকে।
ইতোমধ্যে সিনেমাটির চারটি গান ও তিনটি টিজার প্রকাশিত হয়েছে। সিনেমাটিতে ‘ডানা কাটা পরী’ শিরোনামের একটি আইটেম গান রয়েছে।
ওয়াজেদ আলী সুমন পরিচালিত ব্যয়বহুল এ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করছেন নবাগত রোশন। এ ছাড়াও আরো অভিনয় করেছেন- অমিত হাসান, আশীষ বিদ্যার্থীসহ অনেকে।