বিজয় বার্তা ২৪ ডট কম
আমীরুল মোমেনীন শেরে খোদা মুশকিল কোশা হযরত মাওলা আলী (রাঃ) এর শাহাদাত দিবস উপলক্ষে আলী আহাম্মদ চুনকা খানকায়ে দারুল ইস্কে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিশ রমজান বাদ আছর আলী আহাম্মদ চুনকা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও মাওলা আলীর ওফাত দিবসে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এই ইফতার ও দোয়া মাহফিলে তরিকতের পীর ভাই বোন ভক্তবৃন্দ সহ আলী আহাম্মদ চুনকার রাজনৈতিক সামাজিক ও তরিকতের ভাই বন্ধুরা উপস্থিত ছিলেন।
এসময় আলী আহাম্মদ চুনকা ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, আরজগুজার হিসেবে আহাম্মদ আলী রেজা উজ্জল ও গোলাম মোস্তফা চঞ্চল।
এসময় আলী আহাম্মদ চুনকা খানকায়ে দারুল ইস্কে ফাতেহা পাঠ ও পরে বিশেষ দোয়া কামনা করে ইফতার করা হয়।