বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের চিটাগাং রোডে চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ২০ নারী পোশাক শ্রমিক আহত হয়েছেন।
রোববার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোডে এই ঘটনা ঘটে।
আহতরা জানান, রাজধানীর রায়েরবাগ থেকে বাসটি নারী পোশাক শ্রমিকদের নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ডিএমডি অ্যাপারেলসে যাচ্ছিল। চিটাগাং রোডে পৌঁছে মোড় নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ২০ শ্রমিক আহত হয়।
আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাসের মধ্যে প্রায় ৫০ জন নারী শ্রমিক ছিল।
ঢাকা মেডিক্যাল ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।