খেলাধূলাডেস্ক.বিজয় বার্তা ২৪
অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপে ‘সি’ গ্রুপের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ যুবাদের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড অনূর্ধ্ব -১৯ দল। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮২ রান করেছে ইংল্যান্ড। জয়ের জন্য এখন ২৮৩ রান দরকার ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের।
শক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের। দলীয় ৪৩ রানের ওপেনার ম্যাক্স হোল্ডেন ফিরলেও আরেক ওপেনার ড্যান লরেন্স ক্যারিবীয় বোলারদের জবাব দেন। ৫৬ বল মোকাবেলা করে ৮ চারের সাহায্যে ৫৬ রানের অসাধারণ একটি ইনিংস খেলে ফ্রিউয়ের বলে বোল্ড হন তিনি। তারপর ওয়ানডাউনে নামা জ্যাক বার্নহাম ৪৪ রানের গুরুত্বপূর্ন একটি ইনিংস খেলেন।
ইংল্যান্ডের হয়ে ৫৯ রানের সর্বোচ্চ ইনিংসটি আসে ক্যালাম টেইলরের ব্যাট থেকে। ৬৭ বল মোকাবেলা করে ২ চার ও ৩ ছক্কায় এই ইনিংসটি সাজান তিনি। তাছাড়া বার্টলেট ৪৮ ও স্যাম কার্যান ৩৯ রান করেন।
বল হাতে ওয়েস্টইন্ডিজ যুবাদের হয়ে গিডরন পোপ সর্বোচ্চ ২টি। তাছাড়া আলজারি জোসেপ, মিচেল ফ্রিউ, স্প্রিংয়ার ও কিম পল একটি করে উইকেট পান।