বিজয় বার্তা২৪ ডটকমঃ
চিকুনগুনিয়া প্রতিরোধে এডিস মশার বিস্তার রোধের আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন শেষে এ কথা জানান মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকনগুনিয়ার প্রকোপ রোধে সচেতনতার বিকল্প নেই। এডিস মশার বিস্তার ঠেকাতে বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান মোহাম্মাদ নাসিম। এডিস মশার প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস ও জনগণকে সচেতন করতে মাঠে নেমেছেন মেডিকেল শিক্ষার্থীরা। ৯২টি দলে ভাগ হয়ে প্রায় ১০ হাজার শিক্ষার্থী এ অভিযানে অংশ নেন।
শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আলোচনা সভা ও র্যালি হয়। চিকনগুনিয়া চিকিৎসার চেয়ে প্রতিরোধের ওপর গুরুত্ব দেয়ার আহ্বানও জানান চিকিৎসকরা।