বিজয় বার্তা ২৪ ডট কম
শারীরিক অসুস্থ্যতা বোধ করায় জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য থাইল্যান্ড গিয়েছেন নারায়ণঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। বৃহস্পতিবার ২৫ মে সন্ধ্যা শহরের কেয়ার জেনারেল হাসপাতালে কিডনী রোগে আক্রান্ত সাধনা রানীকে দেখে একটি আলোচনা সভায় যোগ দিতে তিনি নারায়ণগঞ্জ ক্লাবে আসেন। এ সময় তিনি শারীরিক অসুস্থ্যতা বোধ করলে তিনি তার চিকিৎসকের সাথে যোগাযোগ করলে তাকে দ্রুত সেখানে যাওয়ার পরামর্শ দেন। পরে তিনি অনুষ্ঠানে যোগ না দিয়ে দ্রুত থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ ছেড়ে যান। এর আগে তিনি ক্লাবে উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দদের প্রতি অনুরোধ রাখেন, আসন্ন রমজান মাসে যেন কোন অবস্থায় নারায়ণগঞ্জের সাধারণ মানুষের কোন প্রকার দুর্ভোগ না পোহাতে হয়। খাদ্য দ্রব্যের ব্যবসায়ীরা যেন কোন অবস্থাতেই রমজান মাসে খাদ্য দ্রব্যের মূল্য বৃদ্ধি না করে। মূল্য যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে।
গার্মেন্টস শ্রমিক নেতৃবৃন্দ এবং গার্মেন্টস মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, রমজান মাসে যেন কোন অবস্থাতেই শ্রমিকেরা কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করে। তারা যেন সুষ্ঠু পরিবেশ বজায় রাখেন। পাশাপাশি মালিকদের উদ্দেশ্যে বলেন, তারা যেন নিদিষ্ট সময়ের মধ্যে শ্রমিকদের ন্যায্য বেতন- ভাতা পরিশোধ করেন। প্রাকৃতিক কারনে দেশে প্রচন্ড তাপদাহ চলছে শ্রমিকদের কাজ করানোর ব্যাপারে তাপদাহের বিষয়টি মাথায় রেখে মালিক পক্ষ যেন শ্রমিকদের প্রতি নমনীয় থাকেন।
বিগত বছর গুলোতে যেমন নারায়ণগঞ্জে বেতন-ভাতা পরিশোধ করা নিয়ে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়ে শান্তিপূর্ন পরিবেশ বজায় ছিল। ঠিক একই ভাবে যেন এ বছরও মালিক শ্রমিকের সৌহাদ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে শান্তিপূর্ন পরিবেশ বজায় থাকে।