বিজয় বার্তা ২৪ ডট কম
‘লা ক্যান্ডেলা’ রেষ্টুরেন্টের শুভ উদ্বোধন করেছেন জেড এন্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে এম অয়ন ওসমান।
সোমবার (২ জানুয়ারী) বিকেলে শহরের কলেজরোডস্থ রূপায়ন এর নীচ তলায় এই রেষ্টুরেন্টের উদ্বোধন করা হয়।
এসময় অয়ন ওসমান তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, লা ক্যান্ডেলা’ রেষ্টুরেন্টের খাবারের মান এবং ব্যবহারের প্রতি আলাদা ভাবে নজরদারি রাখতে এবং যেহেতু এটা কলেজ এবং বিশ্ববিদ্যালয় এড়িয়া। এখানে ছাত্র-ছাত্রীরা নিয়মিত আসেন। তাই ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা ভাবে সুন্দর ব্যবস্থা রাখতে উক্ত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। এসময় প্রতিষ্ঠানের প্রতি শুভ কামনা ও মঙ্গল কামনা করে ভবিষ্যৎতের সফলতা কামনা করেন তিনি।