বিজয় বার্তা ২৪ ডট কম
শহরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮ টি মোটরযানকে ৫ হাজার ৯’শ টাকা অর্থদন্ড করা হয়েছে।
বৃহষ্পতিবার দুপুর আড়াই টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত চাষাঢ়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ১৩৮, ১৫২ ধারায় সিনজি ১টি ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৫০০ টাকা, মৌমিতা বাস ১টি ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির লাইসেন্স না থাকায় ২০০০ টাকা, ট্রাক ২টি ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৫০০ টাকা, পিকআপ ৩টি লাইসেন্স নবায়ন না থাকায় ১৫০০ টাকা, মোটর সাইকেল ১ টি ড্রাইভিং লাইসেন্স নবায়ন না থাকায় ৪০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা পপি’র নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, মোটরযান পরিদর্শক মো: ইমরান হোসেন, বেঞ্চ সহকারী জাহিদ ইবনে কামাল