বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে পকেটমারের অভিযোগে তমা (২৬) নামে এক মহিলা উপস্থিত জনগনের কাছে গনধোলাই শিকার হয়েছেন।
বৃহষ্পতিবার দুপুর ২ টায় চাষাঢ়া খাজা মার্কেটের সামনে গনধোলাই শিকার হন মহিলা। এসময় পুলিশ এসে তাকে উদ্ধার করে।
লাকী আক্তার তমা(২৬) চাদপুর জেলার উত্তর মতলব থানার মোস্তাকপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
এ বিষয়ে সদর মডেল থানার এসআই মো. নওশেদ বলেন, লাকী আক্তার তমা (২৬) নামে এক মহিলাকে পকেটমারের অভিযোগে উপস্থিত জনগন তাকে গনধোলাই দেয়। আমরা সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করি। উপস্থিত জনতা জানান তমা এক মহিলার ব্যাগ থেকে মোবাইল নিয়ে যাওয়ার সময় ধরা পরে। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।তদন্ত করে তমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।