বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ধর্ষণ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ইনসানকে গ্রেপ্তার করেছে র্যাব।
রাতে সদর থানাধীন চাষাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, ১ জন ধর্ষণ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী অবস্থান করছে। এই সংবাদ প্রাপ্তির পর উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ইনসান (৩৫), পিতা-মোহর আলী, সাং-সস্তাপুর, কোতালের বাগ, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।