বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জয়নুর রহমান জনি এক যুবক নিহত হয়েছে। ভোরে সরকারী মহিলা কলেজের সামনে এঘটনা ঘটে। সে কুষ্টিয়া জেলার চর প্রাগপুর গ্রামের লালটু মিয়ার ছেলে ও ফতুল্লার বিসিক শিল্পনগরীর ফেইম এ্যাপারেলস লিমিটেডের জুনিয়র কিউসি পদে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, সকালে মৃতদেহ সড়কে পরে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ভোর ৫ টাকার দিকে কুষ্টিয়ার একটি বাস থেকে নামার পর বিসিক যেতে মহিলা কলেজের সামনে দাঁড়িয়ে ছিলো ওই যুবক। এ সময় ছিনতাইকারীরা
ছুরিকাঘাত করে তার মালপত্র ছিনিয়ে নেয়। পড়ে সড়কের পাশে রেল লাইনের সামনে যুবকের রক্তাক্ত মরদেহ ফেলে পালিয়ে যায়৷
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক বোরহান মিয়া জানান, নিহতের মৃতদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের পাশে কয়েকটি সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরার ভিডিও দেখে দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতিকারীদের সনাক্ত করা হবে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে