প্রেস বিজ্ঞপ্তি,বিজয় বার্তা ২৪ ডট কম
আজ ২২ সেপ্টেম্বর ২০১৬ ইংরেজী বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাস এক যুক্ত বিবৃতিতে বেইলী টাওয়ারে কিশোরী গৃহকর্মীর মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন-চাষাড়া বেইলী টাওয়ারের ৫ম তলা যে ফ্ল্যাটে ঘটনাটি ঘটে সেখানে নীট কনসার্নের মালিক জয়নাল আবেদীন মোল্লার মা আয়েশা বেগম ও তার ছোট ভাই মনির হোসেন মনা মোল্লা থাকে। ঘটনাটি একজন শিল্পতির বাসায় হওয়ায় এটিকে ধামাচাপা দেয়ার জন্য বিভিন্ন মহল থেকে চেষ্টা করতে থাকে। এমনকি গৃহকর্মীর পরিবারকেও গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে দেয়া হয়নি। নেতৃবৃন্দ মনে করেন গৃহকর্মীর মৃত্যুর প্রকৃত কারন উদঘাটন হওয়া দরকার। একে ভিন্ন খাতে প্রবাহিত করা যাবে না। নেতৃবৃন্দ আরও বলেন, নীট কনসার্নের মালিকের ছোট ভাই মনির হোসেন মনা মোল্লা একজন সন্ত্রাসী। লক্ষ্মী নারায়ণ কটন মিলের আন্দোলনরত শেয়ার হোল্ডারদের উপর বিভিন্ন সময় সে স্বশস্ত্র আক্রমন চালিয়েছে। যা সেই সময় বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। এছাড়া লক্ষ্মীনারায়ণ কটন মিলের ভিতর তার টর্চার সেল ও একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। সুতরাং এ বিষয়টি বিবেচনায় রেখে তদন্তকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগুতে হবে, প্রভাবশালী মহলের চাপে যেন প্রকৃত ঘটনা আড়াল হয়ে না যায়।
বার্তা প্রেরক