স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে ৪টি ব্যাংকের ৩৬ জন গ্রাহকের এটিএম কার্ডের তথ্য চুরি করে বুথ থেকে টাকা হাতিয়ে নিয়েছে জালিয়াত চক্র।
বুধবার বিকালে বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স রুমে বাংলাদেশ ব্যাংকের পরিচালক শুভঙ্কার সাহ এসব তথ্য জানান।
তথ্য চুরি যাওয়া ৪টি ব্যাংক হলো- ইস্টার্ন ব্যাংক লি., ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), সিটি ব্যাংক লি., মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক শুভঙ্কার সাহ সাংবাদিকদের জানান, ৪টি ব্যাংকের ৩৬টি এটিএম কার্ডের তথ্য নকল করে ২০ লাখ ৬০ হাজার টাকা হতিয়ে নিয়েছে জালিয়াত চক্র। বুধবার বাংলাদেশ ব্যাংক সকল বাণিজ্যিক ব্যাংকের কার্ড বিভাগের প্রধানদের নিয়ে আলোচনায় এ সব তথ্য জানা যায়।
এছাড়া এটিএম কার্ড জালিয়াত রোধ ও সমপ্রতি বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলার নিয়েও আলোচনা হয়েছে।