বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় সাইফুল ইসলাম নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার ভোরে থানাধীন পঞ্চবটী মেথর খোলা এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠায়। নিহত সাইফুল ইসলাম শেরপুর জেলার সদর এলাকার মোতালেব হোসেনের ছেলে। ফতুল্লা মডেল থানার ( তদন্ত) ওসি মো.মহসিন জানান, শেরপুর জেলা থেকে চাকরীর উদ্দ্যেশে মুন্সিগঞ্জ যাওয়ার পথে ফতুল্লার পঞ্চবটী মেথর খোলা এলাকায় গাড়ির জন্য অপেক্ষায় ছিল সাইফুল ইসলাম। এসময় ভোরে কে বা কারা তাকে পথ গতিরোধ করে ছুরিকাঘাত করে হত্যা করে রাস্তার পাশে ফেলে চলে যায়। প্রাথমিকভাবে হত্যার কারন ও দোষীদের সনাক্ত করা যায়নি। এ ব্যাপারে মামলা দায়েরর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে এবং দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।