বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রুপগঞ্জে চাউল বিক্রয়ে প্রতারণার অভিযোগে ২ টি পাইকারি দোকানকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ দুপুরে উপজেলার তারাবো বাজারে জাতীয় ভোক্তা অধিকার নারায়ণগঞ্জের অভিযানে এই জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান জানান, বেশী মুল্যে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় মুল্যের রশিদ দেখাতে না পারায়, প্রদর্শিত মুল্য তালিকার চেয়ে বেশী মুল্যে বিক্রি করা এবং মুল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শন না করার অপরাধে মেসার্স শফিকুল রাইস এজেন্সিকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী ৫০,০০০ এবং মেসার্স যুগল ট্রেডার্সকে ৩৮ ধারায় ৫০,০০০ টাকা ও ৪৫ ধারায় ৫০,০০০ টাকা সর্বমোট ১, ৫০,০০০ (এক লাখ পঞ্চাশ হাজার ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে ।
উক্ত অভিযানে জেলা ক্যাব এর প্রতিনিধি, জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি এবং জেলা পুলিশ ও রুপগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।