বিজয় বার্তা ২৪ ডট কম
পরধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের বাইসাপুকুরে ৪০টি র্নিমানাধীন বাড়ীর চাবি ও দলিল ৬ আগষ্ট মঙ্গলবার ৪০টি ভূমিহীন পরিবারকে তুলে দিলেন জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক। প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের অর্থায়ণে উপজেলার দলদলী ইউনিয়নের বাইসাপুকুরে ৪০টি ও দীঘলিপুকুরে ২০টি বাড়ী নির্মাণ করা হয়। বাড়ীগুলো প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এলাকার ভূমিহীন অসহায় পরিবার চিহ্নিত করে তালিকাভূক্ত করা হয়। তাদেরকে এ র্নিমাণাধীন বাড়ীগুলো বরাদ্দ দেয়ায় হয়। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক বাইসাপুকুর গুচ্ছ গ্রামে উপস্থিত হয়ে আনুষ্ঠানিক ভাবে বাড়ীর চাবি ও দলিল ভূমিহীন মৃতঃ এমাজুদ্দিনের ছেলে মুর্তুজার হাতে তুলে দেন। পরে লাল ফিতা কেটে উদ্বোধন করেন। পর্যায়ক্রমে ৪০জন পরিবারকে বাড়ীর চাবি ও ৩ শতাংশ জমির দলিল বুঝিয়ে দেয়া হয়। পরবর্তীতে দীঘলিপুকুরের বাঁকী ২০টি ভূমিহীন পরিবারের মাঝে বাড়ীগুলোর চাবি ও দলিল হস্তান্তর করা হবে। চাবি ও দলিল হস্তান্তর উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভিন, সহকারী কমিশনার(ভূমি) বরমান হোসেন, অফিসার ইনচার্জ নাসিরউদ্দিন মন্ডল, প্রকল্পবাস্তবায়ন অফিসার(ভারপ্রাপ্ত) আরিফুল ইসলাম, উপ সহকারী মুনিমুল হক, উপজেলা প্রকৌশলি শ্রী সুনীল কুমার ঘোষ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, শিক্ষা অফিসার এসএম মিজুনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ খাতুনসহ অন্যরা।