চাঁপাইনবাবগঞ্জ,বিজয় বার্তা ২৪
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহানন্দা ব্রীজ এলাকা থেকে ১২২০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলো- পাবনার রাধানগর বাহাদুরপুর আজগর আলীর ছেলে লুৎফর রহমান (৫০), সাঁথিয়া উপজেলার বনগ্রাম মিয়াপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে বাবু হোসেন ওরফে জুয়েল (২০)। র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১২টার দিকে এএসপি সহিদার রহমানের নেতৃত্বে র্যাবের একটি টহল দল মহানন্দা ব্রীজের টোলঘর এলাকায় একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ১২২০ বোতল ফেনসিডিলসহ উক্ত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এব্যাপারে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।