বিজয় বার্তা ২৪ ডট কম
বুধবার রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক জামায়াত নেতাসহ ৬৪ জনকে আটক করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ কন্ট্রেল রুম সূত্রে জানা গেছে,জেলার পাঁচ উপজেলা থেকে বিভিন্ন মামলার নিয়মিত ও ওয়ারেন্টভুক্ত মোট ৬৪ জন আসামীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছে শিবগঞ্জের উজিরপুর ইউনিয়নের জামায়াতের আমির মোঃ নাজির হোসেন। এছাড়া ভিভিন্ন মামলায় সদর থানায় ১৫জন,শিবগঞ্জ থানায় ৩২জন,গোমস্তাপুর থানায় ১১জন,নাচোল থানায় ৫ জন ও ভোলাহাট থানায় ১জন। পুলিশ আটককৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।