চাঁপাইনবাবগঞ্জ,বিজয় বার্তা ২৪
আম ও আমজাত পণ্য রপ্তানী বিয়য়ে সেমিনার হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। আজ শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সম্মেলন কক্ষে জাতীয় রপ্তানী উন্নয়ন ব্যুরো আয়োজিত দিনব্যাপী সেমিনারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম। সেমিনারে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ। সিমিনারে বক্তব্য রাখেন, রপ্তানী উন্নয়ন ব্যুরোর গবেষণা কর্মকর্তা কাজী মোঃ সাইদুর রহমান, ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট এ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি মনিরুল ইসলাম, সাংবাদিক তসলিমউদ্দিনসহ অন্যরা। সেমিনারে রিসোর্স পারসন হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা হর্টেক্স ফাউন্ডেশনের সিনিয়র ভোলুচেইন এক্সপার্ট ড. মোঃ সালেহ আহমেদ। সেমিনারে চাঁপাইনবাবগঞ্জ জেলার আমচাষী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সেমিনারে জেলা থেকে বিদেশে আম রপ্তানী ক্ষেত্রে বিভিন্ন সমস্যা এবং সমাধানের বিষয়ে আলোচনা হয়।