চাঁপাইনবাবগঞ্জ,বিজয় বার্তা ২৪
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত থেকে মালিকবিহিন ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাটালিয়ন সদস্যরা। ৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এস এম আবুল এহসান আজ শনিবার সকালে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে কিরণগঞ্জ ব্যাটালিয়নের একটি টহল দল সায়েক মো. সেলিম হোসেনের নেতৃত্বে শুক্রবার গভীর রাতে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর এলাকায় সীমান্ত পিলার ১৭৯/২-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে।
এ সময় টহল দল একদল মাদক চোরাকারবারীকে ধাওয়া করলে তারা আতংকিত হয়ে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ২৪ হাজার টাকা। ফেনসিডিলগুলো চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।