বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে বহুজাতিক কোম্পানীতে চাঁদা দাবির অভিযোগে অপু সাউদ(২৫) ও অপু(৩০)নামে ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে লক্ষণখোলা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে। জানা যায়,দক্ষিণ লক্ষণখোলা এলাকায় নির্মাণাধীন ঢং জিন লংজিভিটি নামক একটি প্রতিষ্ঠানের দোভাষী সফিকুল ইসলামের কাছে দক্ষিণ লক্ষণখোলা এলাকার সেলিম সাউদের বখাটে ছেলে অপু সাউদ,কাশেম মিয়ার ছেলে অপু এবং মৃত হাসিমউদ্দিনের ছেলে নাসিরউদ্দিন দীর্ঘ দিন ধরে লাখ টাকা চাঁদা দাবিসহ প্রতিমাসে জনপ্রতি ৫ লাখ টাকা উৎকোচ দাবি করে আসছে। দোভাষী সফিকুল ইসলাম তাদের দাবিকৃত টাকা প্রদানে অস্বীকার করলে এতে ক্ষিপ্ত হয়ে রোববার বেলা সোয়া ১টায় দুপুরের ভঅড়া বাসায় যাওয়ার সময় উল্লেখিতরা তাকে এবং চায়না প্রবাসীদের পথরোধ করে মারপিট করে শরীরে বিভিন্ন স্থানে জখম করে। এ সময় আশ পাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করলে রোববার বিকেলে পুলিশ অপু সাউদ ও অপুকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃতদের সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।