বিজয় বার্তা ২৪ ডট কম
আমি আমাদের যুব দলের নেতাকর্মীদেরও বলবো, কোন ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হওয়া যাবে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ফতুল্লায় থানা যুবদলের আয়োজনে গরীব অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এসময় এক বক্তব্য এ কথা বলেন রনি।
তিনি আরো বলেন, আমার অনুরোধ থাকবে, আমাদের কোন কর্মকান্ড যদি জনগণের কোন ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় তবে আমাদের জানাবেন। আমরা সেটা পরিহার করব। আমরা সমাজের সবাই মানুষ, আমাদের ভুল হতেই পারে । আমরা ভুলের উর্ধ্বে কেউ নই ।
তিনি আরও বলেন, ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে স্বৈরাচারী সরকারের নেত্রী শেখ হাসিনা ও গডফাদার শামীম ওসমানকে পতন করিয়েছি। এখন নারায়ণগঞ্জ একটি উন্মুক্ত শহর। আজ এই স্বাধীন দেশে আমাদের মাঝে আর কোন বৈষম্য নেই। গডফাদার কে ছিল, গডফাদার শব্দটি আমাদের মাঝে থাকবে না। আমরা এখানে যারা আছে, তারা কোথাও গেলে লোক আমাদের আর ভয় পাবে না। তারা বলবে এরা বিএনপির সংগঠন করে এবং এরা প্রকৃত ভালো মানুষ।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ফতুল্লায় থানা যুবদলের আয়োজনে গরীব অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এসময় এক বক্তব্য এ কথা বলেন রনি।
এসময় তিনি আরও বলেন, দীর্ঘদিন আপনাদের জন্য আপনাদের অধিকার ফিরিয়ে দিতেই আমরা কাজ করেছি। এই কারণে আমাদের অনেক হামলা মামলা গুন খুনের শিকার হতে হয়েছে। এই কারণে আমাদের বাবা মা বাসায় থাকতে পারেনি, আত্মীয়-স্বজনের শান্তিতে থাকতে পারেনি। এখনের এই দেশে একজন রিকশাচালক যেভাবে বুক ফুলে চলার অধিকার রাখে, আমিও একইভাবে বুক ফুলিয়ে চলার অধিকার রাখি। মাদক সমাজে অশান্তি সৃষ্টি করে। একটি পরিবারে যদি একজন মাদকাসক্ত থাকে তাহলে সেই পরিবার অশান্তি নেমে আসে। যদি কোন বড় ভাই আমার হাতে সিগারেট ধরিয়ে দেয় তাহলে বুঝতে হবে এই বড় ভাই আমাকে ধ্বংস করতে চাইছে। কারণ একটি সিগারেট হাতে নেওয়ার পরেই, সে ছেলেটি ফেনসিডিল ও ইয়াবা হাতে নেওয়ার সাহস পাবে। আমাদের যুবদলের নেতাকর্মীদের মাঝে কত থানায় একটি জিডিও নেই। না হওয়ার কারণ হচ্ছে, কেন্দ্র থেকে আমাদের বলা হয়েছে কোন ধরনের অপকর্মের সাথে জড়ানো যাবে না। আমি আমাদের যুব দলের নেতাকর্মীদেরও বলবো, কোন ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হওয়া যাবে না। আজ তারেক রহমানের পক্ষ থেকে এই শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। তিনি আপনাদের পাশাপাশি আসতে চাচ্ছেন, আপনাদের সমস্যা জানতে চাচ্ছেন।
অনুষ্ঠানে যুবদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।