বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকন আর নেই। সোমবার সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। দুরারোগ্য মটর নিউরো ডিজিসে আক্রান্ত হয়ে গত ২ বছর ধরে বিছানায় ছিলেন তিনি ।
৪ জানুয়ারি সন্ধ্যা থেকে উত্তরার আধুনিক হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় এই চলচ্চিত্রকারকে।
শহিদুল ইসলাম খোকন অসংখ্য সুপারহিট ছবির নির্মাতা। তিনি এ পর্যন্ত নির্মাণ করেছেন ৩০টিরও বেশি চলচ্চিত্র। ‘ভন্ড’, ‘ঘাতক’, ‘ম্যাডাম ফুলি’, ‘পালাবি কোথায়’, ‘লাল সবুজ’সহ অসংখ্য ব্যবসা সফল ছবি পরিচালনা করেছেন তিনি। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘রক্তের বন্দি’।
সোমবার বাদ জোহর এফডিসিতে খোকনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তাকে শ্রদ্ধা জানাবেন চলচ্চিত্রের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা।
এদিকে চলচ্চিত্র নির্মাতা খোকনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেই চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। শোক প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও পরিবেশক এবং শিল্পীসমিতি। এ ছাড়াও শোক জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি।
২০১৪ সালে মুখগহ্বরে মটরনিউরো ডিজিসে (এএলএস) আক্রান্ত হন তিনি। ওই বছরের ১০ সেপ্টেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেয়া হয়। সেখানে বেলভিউ হাসপাতালের চিকিৎসকরা এ রোগের কোনো চিকিৎসা নেই বলে তাকে দেশে ফেরত পাঠান।
এরপর গত বছরের ৩১ ডিসেম্বর থেকে রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।