বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ জয়নাল বাহিনীর প্রধান জয়নাল ও তার আট সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
সোমবার (২৪ জুলাই) বিকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। গ্রেপ্তাররা হলেন—চনপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে জয়নাল আবেদীন (৪২), হোসেন আলীর ছেলে কাউছার (২৬) ও চান মিয়ার ছেলে আলম (২৫)। গ্রেপ্তার বাকিদের নাম জানায়নি পুলিশ।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি ও ১৭০ গ্রাম হিরোইন জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় দুটি মামলা করা হয়েছে। জয়নালের বিরুদ্ধে খুন, হত্যাচেষ্টা, প্রতারণাসহ মাদকের একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, চনপাড়া এলাকায় মাদক কারবার ও সন্ত্রাসী যত কার্যক্রম সংঘটিত হয়, তার নেতৃত্ব দেন জয়নাল। তাকে ও তার দুই সহযোগীর বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা হয়েছে। এ ছাড়া তার ছয় সহযোগীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়।
জানা গেছে, কায়েতপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ইউপি সদস্য বজলুর রহমান বজলু মারা যাওয়ার পর থেকেই মাদক কারবারিসহ অপরাধ নিয়ন্ত্রণে নিতে জয়নাল গ্রুপ, সেলিনা আক্তার রিতা গ্রুপ, শাহাবুদ্দিন গ্রুপ, শমসের গ্রুপ, ইয়াছমিন গ্রুপ, রায়হান গ্রুপসহ বেশ কয়েকটি গ্রুপ উঠেপড়ে লাগে। এসব গ্রুপ সশস্ত্র অবস্থায় কয়েক দিন পর পর গোলাগুলি ও সংঘর্ষে জড়ায়। এতে গুলিবিদ্ধসহ হতাহতের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সংঘর্ষ থামাতে গিয়ে উল্টো হামলার স্বীকার হন।
সর্বশেষ ২২ ও ২৩ জুলাই উপনির্বাচনে বিজয়ী বর্তমান ইউপি সদস্য শমসের আলী গ্রুপের সঙ্গে তার প্রতিপক্ষ জয়নাল গ্রুপের গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনার পর থেকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে।