বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
বলিপাড়ায় অনেকদিন ধরেই কানাঘুষা চলছে অভিনেতা ফারহান আখতারের সঙ্গে নাকি প্রেম করছেন শ্রদ্ধা কাপুর। তাদের সম্পর্ক নিয়ে খবরও প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে।
এদিকে স্ত্রী আধুনা ভবানীর সঙ্গে ছাড়াছাড়ির পর মিডিয়ার সামনে খুব একটা মুখ খোলেন না ফারহান আখতার। অন্যদিকে আদিত্য রয় কাপুরের সঙ্গে ব্রেক আপের পর শ্রদ্ধা কাপুরও কারো সঙ্গে সম্পর্কে জড়াননি। সব মিলিয়ে গুঞ্জনটা বেশ জোরালোভাবেই শোনা যাচ্ছিল।
সম্প্রতি বাঘি সিনেমার সাফল্য উপলক্ষে একটি পার্টির আয়োজন করেছিলেন শ্রদ্ধা কাপুর। সেই পার্টিতে নাকি ফারহান আখতারের সঙ্গে ড্যান্স ফ্লোরে নাচে-গানে মেতে ওঠেছিলেন শ্রদ্ধা।
এ নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছে, শ্রদ্ধা এবং ফারহান নাকি নিজেদের মধ্যে এতটাই মগ্ন ছিলেন যে কে কী ভাবল তার তোয়াক্কা করছিলেন না। প্রতিবেদনে আরো বলা হয়, শ্রদ্ধার নিজের গাড়ি থাকা সত্বেও তিনি ফারহান আখতারের গাড়িতে পার্টির স্থান ত্যাগ করেন।
কিন্তু শ্রদ্ধা নাকি ফারহানের সঙ্গে তাকে জড়িয়ে নানা গুঞ্জনের কথা কিছুই জানতেন না। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বিষয়টি সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হয়। সব শুনে তিনি খুবই হতাশ হন। বিষয়টি নিয়ে কিছুটা রাগান্বিত হয়েই শ্রদ্ধা বলেন, ‘সবকিছুর একটা সীমা রয়েছে। আপনি যা খুশি তা লিখতে পারেন না। আপনাকে মানুষের অনুভূতিটাও মাথায় রাখা উচিত। বিষয়টির সঙ্গে জড়িত ব্যক্তিদের কথাও আপনার চিন্তা করা উচিত।’
সম্প্রতি ওকে জানু সিনেমার শুটিং শেষ করেছেন শ্রদ্ধা। সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন আদিত্য রয় কাপুর।