বিজয় বার্তা২৪ ডটকমঃ
ঘূর্ণিঝড় মোরায় কক্সবাজারে কোনো ট্রলারডুবি কিংবা জেলে নিখোঁজের ঘটনা ঘটেনি। সব ট্রলার উপকূলে নিরাপদ আশ্রয়ে আছে। আর বিচ্ছিন্ন কয়েকটি ট্রলার কক্সবাজারের বাইরে উপকূলে অবস্থান করছে বলে জানিয়েছেন জেলা বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালেক।
তার দাবি, ট্রলারডুবি ও জেলে নিখোঁজের যে সংবাদ গণমাধ্যমে প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
আব্দুল খালেক বলেন, ‘সতর্কীকরণ সংকেত দেখিয়েছিলো, সেই হিসেবে আমরা চেষ্টা করেছি, যে ট্রলারগুলো সমুদ্রে ছিলো সেগুলো যাতে ফিরে আসে। তারপরেও কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর পাচ্ছি যে, কিছু ট্রলার নাকি এখনো আসেনি। তবে সেগুলো বিভ্রান্তিমূলক খবর বলে আমি নিজে থেকেই নিশ্চিত করছ। বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেছে বলে কোন খবর এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি। সব ট্রলার নিরাপদে চলে এসেছে বলে খবর আমাদের কাছে আছে।’