নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
ঘারমোড়াস্থ প্রভাতি আধুনিক শিক্ষালয় আয়োজিত ৫২’র ভাষা আন্দোলণের অগ্রনায়ক,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য একেএম শামসুজ্জোহা স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা শুক্রবার সন্ধা ৭টায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। ঘারমোড়া সমাজ কল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিতব্য শুক্রবার প্রতিদ্বন্ধিতাপূর্ণ ফাইনালে রাশেদ গ্রুপ প্রতিপক্ষ আল আমিন গ্রুপের মোকাবেলা করবে। ফাইনাল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধণ করবেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মাহমুদা মালা,নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলসহ অন্যান্য ব্যাক্তিবর্গ। এতে সভাপতিত্ব করবেন বিশিষ্ট শিক্ষানুরাগী তথা প্রভাতী আধুনিক শিক্ষালয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মিনহাজউদ্দিন।