বিজয় বার্তা ২৪ ডট কম
সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। মঙ্গলবার বিকেলে শহরের মিশনপাড়া এলাকায় এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, এম এইচ মামুন, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল সহ সেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, দেশে একটি চরম দুঃশাসন চলছে। এই দুঃশাসনের কারনে এদেশের মানুষ জর্জরিত ও চরমভাবে বিপর্যস্ত। আজকে দেশে একটি দুর্ভিক্ষজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদেশের মানুষ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কারনে চরম দুর্দশায় আছে। দ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এই দ্রব্যমূলের বৃদ্ধির একটাই কারন সেটা হল সরকারের এমপি মন্ত্রী ও নেতাদের দুর্নীতি। আজকে মানুষের দুর্দশার জন্য এই সরকার ও তার এমপি মন্ত্রীরাই দায়ী।
তিনি আরো বলেন, সরকার জনগনের চোখ অন্য দিকে প্রভাবিত করার জন্য বিরোধী দলের উপর তারা স্ট্রীম রোলার চালিয়েছে। সংবিদানিক অধিকার মিছিল মিটিং করার। সেই মিছিল মিটিং করার অধিকারকে তারা খর্ব করছে। ১০ তারিখের আমাদের সমাবেশ পল্টনে করতে দেয় নাই সরকার। কারন নির্বিঘ্নে যদি সমাবেশ করাতে দেয়া হতো তাহলে সারা ঢাকা মানুষের লোকে লোকারন্য হয়ে যাবে। এই ভয়ে সরকার বাধাগ্রস্থ করেছে। বানঞ্চাল করার জন্য উঠে পরে লেগেছিল।
তিনি আরো বলেন, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ও মির্জা আব্বাস সহ কেন্দ্রীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে। আমাদের নারায়ণগঞ্জের অনেক নেতাকর্মীদেরও মামলা ও গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে। এত কিছু করেও সরকার আমাদের সমাবেশের জনস্রোত থামাতে পারেনি। আমরা বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সেই সাথে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।